ও মেয়ে;
তুমি ও কবিতা হতে পারো।
হতে পারো অসৌজন্য অগণতান্ত্রিক শাসকের ঘুম ভাঙ্গানোর হাতিয়ার,
হতে পারো ভয় মোচনের অঙ্গিকার;
সাহসের বীজমন্ত্র।
কি আছে তোমার ঐ প্রেমিকের ঠোঁটে
শিশ্নে, দেহের বিভিন্ন অংশে-
যা তোমাকে আজও বিমোহিত করে রেখেছে।

তোমার রয়েছে সুঠাম দেহের সুউচ্চ বক্ষের মতো মনোবল
কবির ভাষায় তুমি বহন করো জীবনের উপাদেয়,
তোমার শরীরের ঘ্রাণ, তোমার যৌনতার তৃষ্ণা-
হৃদয়ে উচ্ছ্বাস জমিয়ে রাখা ভয়, অন্ন-বস্ত্রের দুঃচিন্তা,
নিরাশ্রয়ের হতাশা হয়েছে শোষণের দোসর
তোমার অজ্ঞানতাকে পুঁজি করে
ওরা তোমাকেই শোষণ করে চলেছে যুগের পর যুগ-
মেয়ে তুমি বেরিয়ে আসো অঘোষিত যৌন-দাসত্ব থেকে।
তুমি একবার বেরিয়ে এসে চোখ তুলে দেখো-
দু-চোখে যতোটা আলো ধরে
সবটুকু আলো দিয়ে নিজেকে বুঝতে চেষ্টা করো
বুঝবে তোমাকে দিয়ে এই পৃথিবীতে কত কিছু সম্ভব
অথচ!
এক জীবন কাটাচ্ছ কাঠ পুড়ানো কয়লায়  
কামার্ত প্রেমিকের উত্তাপ নিভিয়ে।