ওই মানুষেরা    কেমন মানুষ
কাঁদেনা মানুষের জন্য
লোভ লালসার অপার সাগরে
ওরা মানুষ নামের পন্য।

জ্ঞানীর মর্যাদা হাঁটুর বরাবর
নির্বোধের পায়ে অর্গ
এমন সমাজ গড়লে তোমরা
ওটা, সমাজ নাকি মর্গ?

মর্গের মর্যাদা আকাশ হয়না;
হয়না স্বর্গ পথের দ্বার
মানুষের কাছে নিকৃষ্ট মানুষ
মানবতার  ছারখার।

মানবতা যদি চাও ফেরাতে
হও শিক্ষার দ্বারস্থ।
মানুষেরা হবে মানুষের মত
মানবিকতায় প্রসস্থ।