মানবতা কি যেন!
না-জানি কী ভীষণ জিনিস এটা!
দেখি মুখে অনেকেই বড় বড় বুলি কপচায়—
“মানবতা, মানবতা, মানবতা!” বলে চেঁচায়।
এ কি তবে কোনো বস্তু?
নাকি খাওয়ার উপকরণ?
আমার চোখে তো পড়ে না কখনও—
কেউ যদি এক গুচ্ছ মানবতার সন্ধান পাও,
একটু বলো আমায়…
একটু ছুঁয়ে দেখবো।
মানবতা… এই শব্দটা শুনেছি বহুবার,
দিনেও শুনি, রাতেও শুনি, ঘুমের ঘোরেও শুনি!
আমার একটাই কষ্ট—
আজও চোখে দেখিনি সেই ‘মানবতা’।
আমার অনেক দিনের শখ—
একটু মানবতা দেখবো!
সামর্থ্যের মাঝে থাকলে কিনেও নেবো,
নিজের কাছে রাখবো,
সবার কাছে গর্ব করে বলবো—
“আমারও আছে মানবতা।”
১২/১২/২০১৮