কবির কাব্য ছন্দের মাঝে
নাই কৃষকের নাম
অথচ, সবার ক্ষুধা মেটাতে
ঝরায় শরীরের ঘাম ।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
অঙ্গার কৃষকের মুখ
সারাক্ষণ মাঠে খেটে মরে
পাওয়ার আশায় সুখ।

সুখের আশায় জীবন তাঁদের
মাঠের ধুলোয় কাটে
তাঁদের দুঃখে  ডুকরে উঠে
কবির বুক কি ফাঁটে?

কবির ছন্দে  ফুটিয়ে তুললে
এক জীবনের ঘ্রাণ
কৃষকের জীবন তখন সার্থক
ফিরবে শরীরে প্রাণ।

প্রাণ নিয়ে প্রাণের তাগিদে
বারবার ফিরবে মাঠে
মানুষ তখন নিয়তই রাখবে
কৃষকের জীবন পাঠে

মানুষ জানবে কৃষকের ত্যাগ
বাজাবে কৃতজ্ঞতার বাঁশি
খুশী হৃদয়ে কৃষকেরা তখন
ফসল ফলাবে রাশিরাশি।