কবিরা আজ ঘুমিয়ে পড়েছে
বুকে বিঁধেছে ভয়
আহাম্মকের হাতে এ ক্ষমতা
কলমের পরাজয়।
কবি আজকে ভয়ের কবলে
শক্তি পায়না মনে
আহাম্মক যখন গর্জে উঠে
তখন মারে প্রাণে।
যে কবি মুক্তির যুক্ত খোঁজে
কলমে ফুটিয়ে চিত্র
সেই কবিরা কখনো হয়না
আহাম্মকের মিত্র।
আহাম্মক চিরকাল ধুরন্ধর
ভয় জ্ঞানীর জ্ঞানে
তাই পূর্বের ধরে টুটি চেপে
নিরবতা সবখানে।
কবিরা যতটা নিরভ থাকবে
শোষণের পথ উন্মুক্ত
শোষণ, নিপীড়ন নিষ্ঠুরতায়
তারা হয়না অভিযুক্ত।