রাতেরা জানে না এই  বিষন্নতার মানে
কিসের বিষাদ জমা  হৃদয়ের সবখানে
কেউ ছেড়ে গেছে, কেউ নেই এমন নয়
তবুও হৃদয় করিডোরে বইছে পরাজয়।

কি হয়েছে, কি হবে এই জীবন সংসারে
এই হা-হুতাশে জীবন কাটছে হাহাকারে
কি সুরে দিবে জীবন   এ জীবনের গানে
বিষন্ন হৃদয় জানে না   বিষন্নতার মানে।