অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারিনা;
কি জানি হয়ে গেলো আমার-
হৃদয়ের মাঝে কোনো শূন্যতা নেই, তবুও শুন্যতার চারপাশে ঘুরপাক খাই।
কি যেনো নেই, কি যেনো ছিলো খুব আপন-
একেবারেই নিজস্ব কিছু-
হয়তো মানুুষের মতো কিছু; হয়তো একটা মানুষ।