তুমি যদি হও আমার আঁধার ঘরের আলো
তখন বাসতে পারি সবার থেকেও ভালো
তুমি যদি হও আকাশ আমার
আমি বৃষ্টি হতে পারি
তোমার জন্য ছাড়তে পারি লক্ষ কোটি নারী।

তুমি যদি হও স্বপ্ন আমার বাস্তবতা মেখে
আমি শতসহস্র বছর কাটিয়ে দিবো, শুধুই তোমায় দেখে।
তুমি সাজবে আমার হৃদয় মাঝে
হবে অলংকার সব ফেল
তোমার কথায় মুক্ত আমি; তোমার কথায় জেল।
তুমি যদি চাও সৈনিক হই হাতে নিয়ে তরবারি
তোমার জন্য আমি হতে পারি সবই যা কিছু দরকারি।

তুমি যদি হও স্রোতস্বিনী
আমি মুক্ত কচুরিপানা
তোমার স্রোতেই ভেসে যাবো
থাকবে না আর মানা।
তোমার আমার জীবন যৌবন বাঁধবো
এমনই এক ভালোবাসার ছকে
তোমার আমার মতো হতেই ঈশ্বরের নিকট
বন্দনা করবে লোকে।