মৃত্যুই জীবনের শেষ পরিণতি জেনে
আমি মৃত্যুকে আলিঙ্গন করি
শয়নে স্বপনে নিভৃতে
আমার শরীরে; শরীরের নেশা নেই।
আমার থেকে যাওয়ার আর্তি নেই
ফিরে যাওয়ার বেদনা নেই
আমার স্বপ্নে এই পৃথিবীর মানুষ নেই
মানুষের ভালোবাসা নেই
হিংসা বিদ্বেষ নেই
কদর্য আচরণের শোক নেই
মানুষ মাত্রই মানুষ, আর নির্ভেজাল অহংকারী
সব ভালোর ভালোতে আমার অনুতাপ নেই
আমি সবকিছু ভুলে গিয়ে সম্মুখে চলি
আর মৃত্যুর আলিঙ্গনে খুঁজে পেতে চাই
জীবনের স্নিগ্ধতা; এই ভেবে
মৃত্যুর সঙ্গে চলে আমার জীবনের সহবাস।