কিছু কিছু দিন আমি ভগ্নহৃদয়ের বিষন্নতার কথা লিখি
জীবন যাপনের ক্লান্তির কথা লিখি
ক্ষুধা তৃষ্ণার কথা লিখি
দুঃখ দারিদ্রতার কথা লিখি
মানুষের মুখ ও মুখোশের কথা লিখি
শিক্ষা প্রগতি নিরাপত্তা ও শৃঙ্খলার কথা লিখি
ভালোবাসার ভালো না বাসার কথা লিখি
আমার যাত্রাপথে একটি সুড়ঙ্গ
সে পথ দিয়ে কেবলই ছুটে আসে ঝড়ো বাতাস
পৃথিবীর যাত্রাপথের বিশৃঙ্খলা আমাকে ক্লান্ত করে
আমাকে কেবলই অপূর্ণতায় পরিপূর্ণ করে;
পরিপূর্ণ করে হতাশায়
আমি ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনা;
তবুও আমি ভেঙে পড়ি না
কখনোই হেরে যাই না
কেননা; আমার ধৈর্য আমাকে দুর্দান্ত করে।