এই পৃথিবীর একটি বৃহৎ হিসাবের সংক্ষিপ্ত নাম—জীবন।
এই জীবনের যেমন রয়েছে অফুরন্ত ইচ্ছাশক্তি,
তেমন রয়েছে অসীম সম্ভাবনা।
এই জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি যা কিছু করবেন,
তার কোনোটাই কোনো মানুষ মনে রাখবে না।
এমনকি সময়ের ব্যবধানে আপনি ও ভুলে যাবেন।
তাহলে, প্রতিটা মুহূর্তে বাঁচুন, নতুন করে বাঁচুন,
শুধুই নিজের নয়; অন্যের সুখেও বাঁচুন।
দুঃখে বাঁচুন মানবিক হয়ে,
প্রাপ্তির খুশিতে ডগমগ হয়ে বাঁচুন,
ব্যক্তিগত দুঃখের নতুনত্বে বাঁচুন।
কিন্তু থেমে থাকবেন না; থামবেন না।
প্রিয়জন প্রিয় থাকবে না, প্রয়োজনে ফুরিয়ে যাবে,
আপনি ও প্রয়োজনের তাগিদে ছেড়ে আসবেন কতজন—
আসতেই হবে আপনাকে।
তাই কখনো হিসাব মিলাতে যাবেন না,
মেলাতে যাবেন না স্বার্থের হিসেব।
কার জন্য কতটুকু উজাড় করে দিয়েছেন হৃদয়,
পরিণামে সে কিভাবে মুখ উল্টে চলে গেলো,
যেতে যেতে আপনার কতটা ক্ষতি করে গেলো—
ব্যক্তিগত স্বার্থের তাগিদে, নয়তো সময়ের মারপ্যাছে।
তাই! সেসব হিসেব করবেন না।
বাঁচুন, বাঁচুন; মন খুলে, মনের আনন্দে বাঁচুন।
অন্যের কৃত-কর্মের ব্যাখ্যা করতে করতে
নিজেই বাঁচতে ভুলে যাবেন না।
জীবন তো একটাই—
সেটা আপনার একান্তই আপনার,
কোনো ভাগিদার নেই।