এই তো আছি যেমন তেমন
দুঃখে নেই; সুখে ও নেই
যেমন হয় আর কি যেমন তেমন
আসছি যাচ্ছি, বসছি থাকছি
তেমন করেই বেঁচে আছি
বেঁচে আছি বাঁচার মতো
যেমন বাঁচে যেমন তেমন আর কি-
হাসি খুশির দিন দুনিয়ায়
হাসতে গেলে লাগে ভয়
পথের বাঁকে কেউ যদি
হাসতে দেখে উল্টো কয়।
চলতে থাকা পথিক যুগল
হঠাৎ যদি পথ বদলায়
স্বপ্নকে সেই পথেই হারিয়ে
স্বপ্নের লেখে পরাজয়।