যেমানুষটা আমাকে সকল সন্ধ্যা দুপর কিংবা রাতে বারংবার ফিরিয়ে দিচ্ছে
যত্নে ফিরিয়ে দিচ্ছে অযত্নে ফিরিয়ে দিচ্ছে
কথায় ফিরিয়ে দিচ্ছে
না কথায় ফিরিয়ে দিচ্ছে
হেলায় ফিরিয়ে দিচ্ছে
অবহেলায় ফিরিয়ে দিচ্ছে
সে মানুষটা আমারই, হ্যাঁ সে মানুষটা আমারই!
কথার প্যাঁচে সে আমাকে বারংবার বুঝিয়ে দিচ্ছে
আমি তার জীবনে কতটা অর্থহীন
তারজন্য কতটা অযোগ্য।
আমার প্রেমিক হৃদয় কি আর তা বুঝে না!
প্রেমিক হতে নাকি অবুঝ হতে হয়
বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষ কখনো প্রেমিক হতে পারেনা
আমি এতোটাই অবুঝ, আমি বুঝেতে পারছি না
আমার জীবনের সে মানান সেই হলেও
তার জীবনে আমি একেবারেই বেমানান।
কিন্তু প্রেম তো কখানো স্বার্থপর হতে শেখায় না;
আমি কেনো এতো স্বার্থপর হলাম
কি জন্য স্বার্থপর হচ্ছি
প্রেম তো মানুষকে মুক্তি দিতে শেখায়
আমি কেনো বাঁধতে চাইছি।