একদিন এই মায়াভরা সভ্যতার পর্দা সরিয়ে,
আমরা পা রাখবো এক দুর্দান্ত ঝড়ের ভেতর।
যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে,
তবে হৃদয়ের সঙ্গে প্রতারণা থাকবে না।
সেখানে রক্তের দাগ মুছতে দেরি হবে,
কিন্তু ভালোবাসার নাম করে ছলনা কেউ করবে না।
যুদ্ধ থাকবে, কিন্তু বিশ্বাসঘাতকতা নয়,
তলোয়ার উঠবে, তবে পেছন থেকে আঘাত আসবে না।
এখানে আমরা মুখোশের আড়ালে হাঁটছি,
সেখানে হয়তো নগ্ন সত্যই হবে অস্ত্র।
একটা সভ্যতা মরবে, আরেকটা জন্ম নেবে,
যেখানে রক্তের মূল্য থাকবে, তবে হৃদয় বেচাকেনা হবে না।