গর্জন করা মেঘেদের উড়িয়ে নিয়ে যাও আকাশ
তুমি কি জানো নাহ?
আমি! আমিই কি শুধু? ওরাও
ভালোবাসে শান্তি, থকথকে নৈশব্দ
তোমার আশ্রিত চাঁদের মন উজাড় করা হাসি।
দুপুরের নীলাভ আকাশের পেঁজা মেঘ-
গোধুলির ঝলমলে আলো।

কালো রং কখনোই কুৎসিত নয়,
অমঙ্গলের আবাস ও নয়-
কত কালোকে ভালোবেসে গলায় জড়িয়ে ছিলাম
সেসব এখনো ধরে রেখেছি স্মৃতি চিহ্নে
তুমি ও কি রাখো নি কিছু?

আমি ঘৃণা করি গজগজ করা কাল মেঘ, মেয়ে ও মানুষ
আমার মতোই যদি তুমি হও
তবুও তুমি ভাবনায় আমার মতো নও,
তুমি সয়ে যাও, তারা রয়ে যায়-
তোমার বুকে থেকেই তোমাকেই শোনায় হুঙ্কার।