চলো আক্ষেপ নিয়ে বাঁচি কিছু দিন
ভুলের মাশুল দিতে হবে গুনে।
সময়ের কষাঘাতে এলিয়ে দিতে হবে শরীর।
নিয়তি, একি নিয়তির খেলা
বেলা পুরোবার আগেই,
পুরিয়েছে জীবনের মেলা।

তুচ্ছ অতিতুচ্ছ জ্ঞানে, অবহেলার অধঃপাতে
কাটিয়েছি যে দিন, সময় নেবে তাহার হিসেব।
কতো স্বপ্ন সাধনা, কতো তুচ্ছ ঘটনা
তবুও বাড়ে প্রত্যাশা রোজ।
মূহুর্ত নিরবতা ভাঙে, পাড়ি দিয়ে যায় সুদূর
তবু মনে হয়, গন্তব্যে নয় বেশি দূর ।