একুশ মানেই রক্তে রাঙ্গানো
এক ইতিহাসের পাতা;
একুশ মানেই শ্রদ্ধার বাণীতে
শোধ রক্তের হালখাতা।

একুশ মানেই আহবান ভরা
কণ্ঠে প্রতিবাদের সুর
একুশ মানেই এক জ্বালাময়ী
কণ্ঠে শোনানো নূর।

একুশ মানেই মায়ের শরীরে
আহত ছেলের রক্ত;
একুশ মানেই যে অকুতোভয়
টলানো ভীষণ শক্ত।

একুশ মানেই রক্তের হিসাব
ভাইয়ের ত্যাগের দান
একুুশ মানেই বাঁচতে শেখানো
বাঁচিয়ে রেখে সম্মান।

একুশ মানেই ভাষার তাড়নায়
বুনা স্বাধীনতার বীজ
একুশ মানেই ভয় মুছে ফেলে
ঠিকানা লিখেছি নিজ ।