ধর্মের নামে, কী নির্মমতা!
কী পাষণ্ডতা, কী অমানবিকতা!
অলংকার হলো বুলেট, রক্তস্নান—
এরা কি জানে না, জীবনই তো ঈশ্বরের উপহার?
ধর্মের ছদ্মাবরণে, ঘৃণার আগুনে
তারা পুড়িয়েছে কত শত প্রাণ,
অথচ ধর্ম তো শিখায় প্রেম, শান্তি,
এরা শুধু ধ্বংস, ত্যাগে তাদের নেই কোন স্থান।
আমরা চুপ, আমাদের নীরবতা নয়,
এরা শত্রু নয়, বরং নিজেদের শত্রু।
ধর্ম নয়, বরং ঘৃণা তাদের রাজা,
যারা পিশাচ হয়ে হানছে আমাদের সবার আশা।
যারা হত্যা করে, তারা কখনো মানুষ নয়,
তাদের প্রতি ঘৃণা আমাদের প্রতিবাদ।
শান্তি, ভালোবাসা আমাদের লক্ষ্য,
এরা কখনো জয়ী হবে না, তা জানো!