দূরে দাঁড়িয়ে থাকা ভিখিরির দিকে তাকিয়ে
তুমি কি দেখ?
যে একটু কটূক্তি করে চলে যাও,
কথা বলো অনেকটা অবহেলায় তাচ্ছিল্যের সুরে
যখন তাদের দিকের তুমি তাকাও;
কি দেখতে চেষ্টা করো
নোংরা পোশাক, নির্লজ্জ চেহারা
কখনো তার দুঃখকে দেখ?
না-কি দূর্দশাকে ও চিনতে চেষ্টা করো?
নাকি অভাগী ভেবে
অশ্রদ্ধায় দু'টো টাকা ছুঁড়ে দিয়ে বিদায় করো।
একটুখানি দাঁড়াও; দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজেকে সময় দাও
এবার, একটু অতীতে যাও আর একটু সময় ভাবো
তোমার বাবার অঢেল সম্পত্তি ছিলো না
যে স্বচ্ছন্দে জীবন কাটাচ্ছ,
সেই স্বাচ্ছন্দ্যের জীবন তোমাকে দিতে পারেনি
কিংবা তুমি জন্ম থেকেই অন্ধ বধির,
তোমার হাত ঠিকমতো কাজ করছে না
তোমার একটা পা ঠিক নেই
তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলো
এখন খুঁজে দেখো তোমার অতীত, বর্তমান
আর কি লেখা আছে ভবিষ্যতের দাঁড়িপাল্লায়?