আমার রাতদিন তোকে দিলাম
ইচ্ছে মতো রং মাখিস
আমায় ভালোবাসার ইচ্ছে হলে
ভালোমন্দে আমায় রাখিস।
আমি তোকে আমার আকশ দিব
রাখবো প্রাণের মাঝে
আমি ভালোবাসায় রাখবো ভরে
মন খারাপের খাঁজে।
উতাল পাতাল সময় যখন
আসবে জীবন তটে
আমি তখন তোর ছায়া হবো
যেমন ছায়া হয় বটে।