শত বৈষম্যে গড়া দেশটাতে
থাকতে আর কে চায়-
সবাই আছে সুযোগে আশায়
যদি সুযোগ হাতে পায়।
এইদেশে থাকা দুঃখই শুধু
দুঃখে ভাসায় বুক
যাবে প্রবাসে; কামাবে টাকা
দেখবে সুখের মুখ।
যাঁরা যাওয়ার ইচ্ছাতেই এগিয়ে
অর্জনে তাদের শিক্ষা
জ্ঞানের প্রতীক মাথায় ভরতি
জীবন উপক্রম ভিক্ষা।
চাকরি গুলো কোটার দখলে
সাধারণের জন্য নাই
চাকরির খোঁজে ঘুরে মরলেও
চাকরি কোথায় পায়।
শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকায়
যেটুকু ছিলো মান
চাকরি হীনতায় সেটুকু গেলো
টিকলো না সম্মান
অভাব অনটন দুঃখের গল্পে
জ্ঞানী মূল্য পায়না
জীবন শুধুই সফলতা খোঁজে
অন্য কিছুই চায়না।
কোটা নেই তাই প্রবাবে যাবে
মেধার করবে বিক্রি
দেশটাকে তারা লুটেপুটে খাবে
কোটায় যাদের ডিক্রি।