সর্বদাই বুকের মাঝে একা একটা আর্তনাদ নিয়ে ফিরি
সে আর্তনাদ ভালোবাসা পাওয়ার আশায়--
দেওয়ার আশায়।
সারাদিন ধরে কতশত মানুষের সঙ্গে মিশি
ভালোমন্দ কথা বলি-
হাসি-আনন্দে জড়িয়ে ধরি
আর খুঁজে ফিরে একটা বিশুদ্ধ হৃদয়ের খোঁজে-
এই হৃদয় থামতে চায় এমন একটি হৃদয় বরাবর
যে হৃদয় মর্ম বুঝে অভিমানের
যে হৃদয় আঁকড়ে ধরতে জানে হৃদয়কে
ভুলত্রুটি শুধরে নিয়ে দেখাতে পারে সুন্দর আগামী
যে হৃদয় দিবে অভিনয়হীন স্বচ্ছ জলের মতো জীবন
যে হৃদয় ভালোবাসতে জানে ভালোবেসে
যে হৃদয় মিথ্যের প্রাচীর না টপকে
দেখাতে পারে সত্যি সুন্দর পথের ঠিকানা
সে পথের ঠিকানায় জীবন দেখবে জীবনের নিশ্চিত নিশ্চয়তা।