পরাধীনতার শিখল গলায় ঝুলিয়ে
কোথায় খুঁজবো সুখ?
হিমেল হাওয়ায় হৃদয় মেতেছে, উচ্ছ্বাসে ও দেখি আলো
তবুও নিরন্তর ব্যথায় জমে বুক।
সুখের আশায় দিবানিশি স্বপ্ন শিখা জ্বলে;
গলায় বেঁধেছে কাঁটা ক্ষমতাধর, নানাবিধ কৌশলে।
বুকের মধ্যে এক দামাল দরিয়া,
বিদ্রোহে উঠে নাচি,
আড়ালে হতে ওরা উৎসাহ জানিয়ে
অস্ফুটে বলে আছি।
সামনে আসতে বুকে করে ভয়,
শরীর কাঁপে থরোথর;
সময়ের বুকে তৈরি করেছে শাসক  
এক বিশাল ভয়ের সরোবর।
মানব বুকের উত্তাপ একদিন ভয়াবহ হবে
সরোবর ভয়ের যাবে শুকিয়ে
সেদিন পরোয়া করবে না কোনো কিছুই
অনিয়ম বাঁচবে না লুকিয়ে।