আমাদের কি হওয়ার কথা ছিলো;
পাহাড়, নদী বন্দর সমুদ্র;
নাকি অন্য কিছু?
উত্তর দাও
আমরা কি তার থেকে বড়ো কিছু হতে চেয়েছি?

আমাকে তোমার কথায় বলো,
কি বাসনা তুমি মনে পুষে রেখেছিলে?
কোন স্বপ্ন তোমাকে প্রতিনিয়ত উজ্জীবিত করেছে?
যে স্বপ্নের বুকে ভর করে
তুমি পাড়ি দিতে পারো আরব সাগর
হেঁটে বেড়াতে পারো মরুভূমির তপ্ত বালির বুকে
চড়তে পারো মাউন্ট এভারেস্টের শিখর চুড়ায়  
সকল অসম্ভবকে রুপান্তরিত পারো সম্ভবে।

না-কি তুমি আমাকে অবাক করে দিয়ে বলবে
এসবের কোনো কিছুই নয়;
তুমি হতে চেয়েছিলে
প্রাণ-প্রণয় প্রকৃতির যোগসাজশ
হতে চেয়েছি স্নেহের ভান্ডার
হৃদয়ের শৃঙ্খল
আর্তের সেবক
দুখিনীর মাতা
ধরিত্রীর ধ্বংসাবশেষ ফুটা বনফুল।
হতে চেয়েছিলে প্রিয়ের অধিক
বর্ষায় প্রথম কদমফুল হতে অপেক্ষমাণ নারী
যে-কিনা ভালোবাসায় ডুবে যেতে আরও আরও আরও ভালোবাসার বর্ষণ চায় ।