মাছে ভাতে আমরা বাঙালী
মাছ জোটে না পাতে;
বিধাতার এই কেমন পরিহাস
করলো বাঙালির সাথে।

সেই পুকুর ভরা মাছের গল্প
ছেলে বেলায় শুনছি,
এই বেলাতে হিসাব মিলেনা
অনর্থক গুনেই চলছি।

মাছের বাজারে লাগল আগুন
দাউদাউ করে জ্বলছে ;
অর্থকড়ি রোজকার যতটুকু হয়
বরফের মতোই গলছে।

সবজি ভাতেই দিন কাটাতাম
তাও থাকবে না পাতে
যখন যেভাবেই ইচ্ছে করছে
দাম বাড়ায় দিনেরাতে।

এই সরকার দেখায় পদ্মাসেতু
ট্রাণেল দেখায় কর্ণফুলীর  
ঐ মেট্রোরেলের বাহার দেখায়
আর! মিথ্যা কথার ফুলঝুরির।।