আমরা বাবার সাথে তুলনা করবো,
আছে কে এমন জন
বাবায় আমাদের আগলে রেখেছে
আগলে রেখেছে আজীবন।

বাবার ভালোবাসা যেনো বটবৃক্ষ
জীবনের শ্রেষ্ঠ পাওয়া-
সেই বটের ছায়ায় আশ্রিত হয়ে
জীবনে জন্য ছুটে যাওয়া।

সবার এক জীবনের স্মৃতির মেলায়
যেখানে মায়ের বাড়াবাড়ি
বাবারা সবসময় আড়ালেই থাকে
কিসের জন্য আড়াআড়ি?

তাই তো--
বাবার সাথে প্রায় থাকেনা কারোর
মধুময় কোনো স্মৃতি
চিরকাল যে অগোচরে রয়ে গেছে
বাবাদের সকল প্রীতি।

মায়েদের ত্যাগে কবিদের কলম
দুরদুরান্তে গিয়েছে ছাড়ি
বাবারা চিরকাল অগোচরেই রবে
কাটবে না-কি এই আড়ি?

মায়ের জন্য কতসহস্র কবিতা লেখা
বাবার বেলায় শূন্য!
বাবা-মায়ের মিলিত প্রচেষ্টার ফলে
জীবন হয়েছে পরিপূর্ণ।