ইচ্ছে করতেই হাতে তুললে
বুলেট ভরা গুলি-
পাখির শোকে কাঁদতো যাঁরা
তাদেরও উড়ালে খুলি।
তোমান মতো কয়নি কথা
তাই করেছো খুন!
এখনো আছে অনেক বেঁচে
আছে কয়েক গুন।
ঐ খুলিটার কি জবাব দিবে
ক্লাস নাইনে পড়তো
যদি না তোমরা পিচাশ হতে
কেমন জীবন গড়তো?
সেই শিশুটার কথা কি বলবে
সে ছয় বছরের মেয়ে
তার অপরাধ কতটুকু ছিলো
তাকে দিয়েছ ঘুমিয়ে?
মানলাম সে ভীষণ পাঁজি
শোনেনি তোমার কথা
তাই বলে কি উড়িয়ে দিয়ে
ঘুড়িয়ে দিবে মাথা।
টাকা ক্ষমতা চোখের সামনে
কিছুই ছিলো না আগে-
প্রশ্ন কি জাগে তোমার মনে
প্রশ্ন কি মনে জাগে?
এ দেশের মুখে মাখলে কালি
মন কারো নেই ভালো।
তাঁদের কথাটা কিভাবে বলব
যাঁর মানিক হারালো।
বুকের মানিককে বুকে ধরে
স্বপ্ন দেখেছে রোজ-
স্বপ্ন বাঁচাতে জীবনের খরচা
কতজন যে নিখোঁজ।
তোমার কাছেই শিখছি আমি
ক্ষমতার কি মানে-
ক্ষমতার এমন বাহার দেখালে
ছিঃ ছিঃ সব খানে।