আমাদের স্বাধীনতা! সে আমাদের ভোগে কি লাগে
নাকি কেউ দখল করে নিতে চায় আমাদেরও আগে।
অধিকারের প্রসঙ্গে এক হয়েছি, ছিলনা ধর্মের ব্যবধান
আমরা গর্জন তুলেছি গলা তুলে, হাতে নিয়েছি প্রাণ।
ওরা কারা সেই একতার বুকে মারতে চলেছে থাবা
এই বাংলায় আর তা হবেনা; বাদ দাও সেসব ভাবা।
এই বাংলার সম্প্রীতি আগে যেমনই ছিলো থাকবে
একতার বাণী চারিদিকে আজ, একতা ধরে রাখবে
সম্প্রীতির বুকে যারা হানতে চাইবে কোনো আঘাত
এই বাংলা প্রস্তুত রয়েছে তাদের হানতে প্রতিঘাত।
রচন : ১১/১২/২০২৪