আসবার সময়ে যেমন খুব গোপনে এসেছিলাম
ঠিক চলেও যাবো গোপনীয়তার ভিতর
সভ্যতার দাবিদার কখনোই দায়িত্ব এড়ায় না
দায়িত্ব এড়িয়ে চলতে পারে না,
সে দায়িত্বশীল হয়ে চলে যায় আপন পথ ধরে
যেখানে হৃদয়ের স্থিতিশীলতা
দুঃখের সাগরে নিমজ্জিত হতে হতে তলিয়ে যায় অতল গহীনে-
সেখানে কে থাকতে চায় ভালোবেসে?
আত্মসম্মান ছাড়া এই পৃথিবীতে কি বেশি জরুরী?
আমার চলে যাওয়ার শূন্য পথে; শূন্যতার ছায়া ঘরে
এই হৃদয় তুলে নিবে কিছু দুঃখের ভার,
তোমাকে ও দিয়ে যাবো কিছু।
আমাদের ভালোবাসা ফুরোলো ঠিকি
কখনো কি স্মৃতিরা ফুরিয়ে যাবে?
সেইসব নিঃসাড় স্মৃতি তোমাকে পিছু ডাকবেই
আমি জানি, তুমি ও তা জানো নিশ্চয়ই।