তারপর একদিন কি জানি কি হয়ে
ক্লান্তির সঙ্গে সখ্যতা গড়ে
সমস্থ আবেগ অনুভূতি কোথায় যেন হারিয়ে যায়
স্বপ্নালু ইচ্ছেগুলো মাখামাখি করে না
বাস্তবতা ছোঁয়ার ইচ্ছেতে।
স্বপ্নগুলো সাধারণ দৃশ্যের মতো চলে যায় চোখের আড়ালে
যেখানে ভালোবাসা প্রতর্শিত হয় না
স্বপ্নের পরিপূর্ণতা দানের অপেক্ষা থাকে না
শেষ পর্যন্ত অস্তিত্বে মিশে থাকা মানুষটার
অস্তিত্ব খুঁজে পায়না মানুষ।