মানবিক যাবতীয় আহ্লাদ মিলে গেছে সংশয়ে
প্রেম হাসেনি, যতটুকু হাসলে জীবন সুন্দর
শিশিরবিন্দু জমেনি ঘাসের শীষে
যতটা ঝমলে রোদ্দুরে বোধহয় হীরের খন্ড
কারো আহবান নেই; অভিযোগ নেই
সবকিছুই যেনো উধাও,
রাতের উদারতাহীন অন্ধকার সেজে
কারা যেনো ভয় দেখায়,
নাম না জানা,
পরিচয়হীন অনুভূতিতে
বুকের ভিতর শুধুই টিপটিপ আওয়াজ।
চেনাজানা বোধের বাহিরে
শরীরে ও নেই কোনো তৎপরতা-
বাকিসব শূন্যতা,
নীতিহীনের নিরভ উষ্কানিতে
পাখিরাও কি গান গাইতে ভুলে গেছে
নাকি কান দুটো আজ নিরভে দেখছে অনিয়মের ঢেউ
তাই কি কিছুই পৌঁছায় যেখানে পৌঁছালে হৃদয় দোল খায়।