তোমার ছায়াতে নিজেকে হারিয়ে
খুঁজে মরি আমি কে
প্রশ্ন! প্রত্যেক জন্মের মতো করে 
পাবো কি তোমাকে?

প্রশ্নের পরে প্রশ্ন আমার 
শূন্যে থাকে ভাসি
শূণ্যতাকে পূর্ণতা দিতে
তুমি ভরসা জাগাবে আসি?

তুমি কি শুনতে পাও; শুনতে কি পাও 
এই হৃদয়ের আর্তনাদ
আর কিছু হতে না পারার অনুতাপের অনুগ্রহের
বেদনাবোধে জাগ্রত শূন্যতা যত-
জীবনে যত অবসাদ।