আমি এসেছি যখন—
সভ্যতার কালো হাত গুড়িয়ে
মানবতার নামে গড়ে তুলবো এক নতুন ভোর।
চারদিকে থাকবে না আর বিভেদ,
থাকবে শুধু অগণিত মানুষ—
মানবতার শিকলে বাঁধা।

আমি এসেছি যখন—
দুঃখিনী মায়ের চোখের জলে ভেসে যাওয়া অতীত
নিয়ে আসবো শ্রাবণের নতুন ধারা,
যা ধুয়ে দেবে শত কলঙ্ক,
পৃথিবীর মুখে ফুটিয়ে তুলবে শুভ্রতার দীপ্তি।

আমি এসেছি যখন—
মানবতার ছোঁয়ায় সভ্যতার প্রতিটি উপাদান
ভরিয়ে তুলবে এই পৃথিবী,
আর যৌবনের রক্তে জ্বলে উঠবে প্রতিটি কোণ,
পৃথিবী হবে চিরঋণী সেই উত্তাপে।

আমি এসেছি যখন—
শীতের তীক্ষ্ণ জীর্ণতা মুছে দিয়ে
বসন্তের বাতায়নে নতুন রূপে সাজাবো ধরিত্রীকে।
নব প্রাণে উঠবে জেগে সবুজের ছোঁয়া।

আমি এসেছি যখন—
ন্যায়ের মিছিলে সত্যের পতাকা নিয়ে
সমবেত কণ্ঠে তুলবো গুঞ্জন—
জন্মাবধি অবহেলিতের জন্য
ফিরিয়ে আনবো তাদের ন্যায্য অধিকার।

আমি এসেছি যখন—
বিরান পথের কাঁটা সরিয়ে
রচনা করবো সারল্যের পঙ্‌ক্তিমালা।
চৈত্রের খরতাপে পোড়ানো
বীভৎস অপূর্ণতা মুছে
তুলে আনবো জীবনের শিল্প।

আমি এসেছি যখন—
আর কেউ থাকবে না প্রশ্নবাণে জর্জরিত,
মানুষ শিখে নেবে—
মানুষের অধিকার আদায়ের
সব কলাকৌশল।


রচনা: ২২/০৩/২০২১