এই কি জীবনের চিরাচরিত নিয়ম
আজ যা ভালোবাসার
কাল তা তুচ্ছ
আজ যে হৃদয়ের সর্বোচ্চ আসনে
কাল সে হৃদয় সীমানা ক্রমাগত ছাড়িয়ে যায় দূরে বহুদূরে
গতকাল ও যাকে নিয়ে স্বপ্ন দেখেছে হৃদয়,
আজ সে কেবলই হতাশা দানকারী
ভালোবাসা নেই
স্বপ্ন নেই
হৃদয়ের উচ্ছ্বাসে যে বিশ্বাস ছিলো তা নেই।
একটা অজানা ঝড়ের দাপট
সবকিছুই ভেঙে চুরমার করে দিয়ে গেলো হৃদয়ের স্থিতি
আজকের উপমায়
সে অহংকারী
ছলনাময়ী
বিশ্বাসঘাতীনি
আর-ও কত কি
এইসবের ভীড়ে আজকে বুঝে উঠা দায়-
আমরা কি ভালোবাসতে এসেছিলাম?
নাকি ভালোবাসার নাম করে দুদিনের অভিনয় নেমেছিলাম মাত্র-
হয়তো তাই; হয়তো তাই নয়।
হয়তো একজন প্রেমিকের যে সকল গুণাবলি থাকতে হয়
সেগুলো আমার ছিলো না।
নাকি অন্য কিছু
নাহ্ থাক, কাকে অবিশ্বাস করবো
যাকে ভালোবেসেছি
যাকে এখনো নিজের করে পাওয়ার স্বপ্ন দেখি
না তাকে দোষারোপ করছি না; করবো না
দোষটা আমারই- কেননা আমি
অযোগ্য হয়ে যোগ্য হওয়ার মতো আত্মবিশ্বাস দেখিয়েছি।