পুলিশ মন্ত্রী বলেছেন: "উৎসবে ফিরুন"।
আমাদের প্রশ্ন: "কেন ফিরব?"
আমরা যে প্রতিবাদ উৎসব করছি,
সেই উৎসব কেন চলতে দেওয়া যাবে না?

আমরা বিচার চাই
সকল দুর্গা, লক্ষ্মী, সরস্বতীদের।
আমরা বিচার চাই
মা দুর্গার সেই কন্যাসন্তানটির।
প্রতিবাদ করছি লাগাতার, দিন থেকে রাত,
উত্তাল রাজ্য, দেশ, বিশ্ব।
মাননীয়া পুলিশ মন্ত্রী,
আপনি আমাদের এই প্রতিবাদকে ধামাচাপা দিচ্ছেন কেন?
আপনি একজন ক্ষমতাবান মহিলা
কিন্তু মহিলাদের নিরাপত্তা আপনার কাছে কিছুই নয় বোধহয়।
তবে আপনি কেমন মহিলা বলুন তো?

আর এমনিতেই, বাঙালির প্রাণের উৎসবে
"প্রাণের" কোনো গুরুত্ব নেই।
গুরুত্ব আছে শুধু ত্রাণের।
উৎসবের সন্ধেগুলোয় শুধু বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা
কলকাতার প্রতিটি আলোকসজ্জিত প্যান্ডেলে।
তবে উৎসব করার কী মানে দাঁড়ায়?

মালদায় কাশফুল ফুটেছে— বিকশিত কাশফুল,
সঙ্গে ঝড়বৃষ্টির আবহাওয়া
আর শুভ্র নীলাম্বর, শ্বেত মেঘপুঞ্জ।
ওরা জানান দিচ্ছে—
মা আসছেন, পুজো আসছে,
আসছে বাংলা ও বাঙালির প্রাণের উৎসব।
কিন্তু মন কি আর উৎসব করতে চাইছে?
মা দুর্গা কি চাইছেন এই সভ্যতার ভাগাড়ে আসতে?
আমরা কি চাইছি
মাইকে গান বাজুক, ঢাকের বাদ্যি বাজুক,
শঙ্খধ্বনি, মানুষের আনন্দধ্বনি শোনা যাক?
আমরা শুধু চাইছি অবিলম্বে বিচার,
অপরাধী(দের) কঠিন শাস্তি
আর পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনারের পদত্যাগ।
এর থেকে বেশি আমরা আর কী চাইছি
এই আসন্ন শারদপ্রাতে?
আমি এটাও চাই—
এই পুজোয় যেন থাকে শৃঙ্খলা ও নিরাপত্তা
যাতে উৎসব হয় মানুষের কাছে আনন্দময়, নিরাপত্তাময়।

অতএব, আমাদের একটাই কথা—
"উৎসবে ফিরব না।"


(১০/০৯/২০২৪)