সবাই জানে, আমিও জানি,—
বারো মাসে তেরো পার্বণ।
পার্বণ মানেই আনন্দ।
পার্বণ মানেই সুখ।
নতুন সকাল আনে উৎসব।
নতুন আশার আলো জ্বালায়।
উৎসব শুধুই আনন্দ দেওয়ার জন্য আসে,
তা নয়।
উৎসব আনন্দ দেওয়ার পাশাপাশি
জীবনের সব আঁধার দূর করতে আসে,
জীবন দ্বীপে আশার আলো জ্বালাতে।
উৎসবে তাই আনন্দে মাতামাতি চলে।
উৎসব না এলে মন ভালো লাগে না মোদের।


(1st November 2021)