(মা দুর্গার কাছে)
তুমি আসবে বলেই
আকাশে মেঘলা বৃষ্টি এখনো হয়নি।
তুমি আসবে বলেই
শিউলি ফুল, কাশফুল ঝরে যায়নি।।
তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে, গান গায়নি।
তুমি আসবে বলেই
পুজোর সে চেনা গন্ধ এখনো যায়নি।।
তুমি আসবে বলেই
সবাই সবার থেকে আছে দূরে দূরে।
তুমি আসবে বলেই
মেয়েরা ধর্ষিত বাংলায়, মণিপুরে।।
তুমি আসবে বলেই
নীলাকাশ আজও গায় মুক্তির গান।
তুমি আসবে বলেই
জাগছে দেশ, জাগছে মানবপ্রাণ।।
তুমি আসবে বলেই
মুহুর্তগুলো মন থেকে হারায়নি।
তুমি আসবে বলেই
কবিতা লেখা এখনো শেষ হয়নি।।
তুমি আসবে বলেই
কেউ হারায়নি নিজ জীবনের ভাষা।
তুমি আসবে বলেই
সবার মনে ভীড় করে কত আশা।।
তুমি আসবে বলেই
কোণায় কোণায় আলোর বেণু বাজছে।
তুমি আসবে বলেই
কামিনী ফুলেরা খিলখিল করে হাসছে।।
তুমি আসবে বলেই
প্রতিরোধ-আগুন এখনো নিভে যায়নি।
তুমি আসবে বলেই
নব গান গাওয়া এখনো শেষ হয়নি।।
(১০/০৯/২০২৩)