ফুল ফুটুক না ফুটুক —
তবু বসন্ত।
বৃষ্টি পড়ুক না পড়ুক—
তবু বর্ষা।
পুজোর আনন্দ থাকুক না থাকুক —
তবু দুর্গোৎসব, তবু শরৎ।
ঠাণ্ডা কম পড়ুক না বেশি—
তবু শীত।
গরম কম পড়ুক না বেশি —
তবু গ্রীষ্ম।
প্রেম থাকুক না থাকুক —
তবু ভালবাসা।
ছন্দ থাকুক না থাকুক —
তবু কবিতা।
সুখ থাকুক কিংবা দুঃখ—
তবু জীবন।
ভালো হোক না হোক —
তবু মানুষ।
(১১.০৫.২০২৩)