যত বড় হয়েছি,
তত বিদ্রুপ সয়েছি—
আমার কোনো গার্লফ্রেন্ড নেই।
তাতে আমার কী?
আমি তো এমনই,
সারাজীবন একলাই কাটিয়ে দিই।

ছিল যার প্রতি
ভালবাসা অতি,
আজ তার পাশে কেউ অন্য।
তাতে আমার কী?
আমি একলা আছি,
এভাবেই আমি থাকি নগণ্য।

আমি করলে প্রতিবাদ
সইতে হয় অপবাদ—
"শুয়োরের বাচ্চা", "অসভ্য জানোয়ার"।
তাতে আমার কী?
আমি সবার মতো নহি,
এটাই আমার বেঁচে থাকা জীবনভর।

আমায় কারোর যদি না লাগে
ভালো, তবে তার আগে
গালাগালি দেবে— এ তো স্বাভাবিক।
তাতে আমার কী?
আমি তো শালা এমনিই।
এটাই আমার সুখ-দুখ জাগতিক।


(২১/০৬/২৪)