মাঝে মাঝে রাত্রিঘুমে
অনেক অদ্ভুত রকমের স্বপ্ন দেখি।
কোনো স্বপ্নই চমৎকার হয় না জানি।
কোনো স্বপ্নই সত্যি হয় না।
তবু দেখি, দেখতে থাকি মাঝে মাঝে।

দেখি—
আমার পদতলে কলার খোসা।
খোসায় পা রেখে স্লিপ খেয়ে পড়ে গেছি রাস্তায়—
গায়ে রক্তের দাগ লেগেছে।
মাথায় বিষম চোট।

আবার —
আমি যেন হঠাৎ
পাহাড় থেকে জঙ্গলে পড়ে গেছি।
"আ আ আ আ........"—
বলে চেঁচাচ্ছি।
কেউ শুনছে না সেই চিৎকার।
পরে
জঙ্গলে পড়ে গিয়ে মৃতপ্রায় আমি।
"পপাত চ! মমার চ!"

কী সব স্বপ্ন!
কেউ কি দেখে এসব স্বপ্ন?
সেই সব স্বপ্ন কি সত্যি হয়?
আমার তো ভয় করে এসব দেখতে!
রাতের ঘুম কাড়ে এসব স্বপ্ন!
এসব স্বপ্ন যেন কেউ না দেখে।
নইলে তারাও হয়ে যাবে
"পপাত চ! মমার চ!"


(২৭.০৬.২৩)