সৌজন্য: হিন্দুস্তান টাইম্স
* Based on a post shared by কিঞ্জল নন্দ and a comment on that post
এ অভিযান সমাজ সাফাইয়ের,
নেমেছেন ডাক্তাররা ঝাড়ু হাতে।
সাফ করছেন পড়ে থাকা জঞ্জাল,
বিচারের দাবি কিন্তু রয়েছে মাথাতে।
জঞ্জালের মধ্যে আছে দুর্নীতি,
সিন্ডিকেট আর থ্রেট কালচার।
জঞ্জালগুলো নোংরা করেছে সমাজ,
তাই দাবি একটাই— চাই বিচার।
একশো দিন হয়ে গেল, তবু হায়
বিচার থেকে গেছে আজও অধরা।
আরো জঞ্জাল পাহাড় তৈরি করেছে,
সমাজের রাস্তাঘাট দুর্গন্ধে ভরা।
এগিয়ে এসেছেন লড়াকু মানুষরা
হাতে ঝাড়ু করতে সাফাই অভিযান।
স্বচ্ছ হাসপাতাল নয়, স্বচ্ছ সমাজ—
এটাই চাই। কেউ যেন ভুলে না যান।
(১৮/১১/২০২৪)