প্রিয় সুনীল বাবু,
"আপনি যাকে ভালবাসতেন—
সেই নীরা
আজও একলা, সঙ্গীহীন।
যেদিন আপনি চলে গিয়েছিলেন
মা দুর্গাকে কাঁদিয়ে,
বাঙালীকে কাঁদিয়ে,
সেদিন সে ভেবেছিল —
"কাকে ভালবাসব?"
আজও সে প্রিয় অন্য কোনো সঙ্গীর খোঁজে,
কিন্তু কেউ তাকে ভালবাসে না,
করে মিথ্যা ছলনা।
সে এখন বঞ্চিত।
সে এখন প্রতিজ্ঞা করেছে—
সে আর কোনো সঙ্গীকে খুঁজতে যাবে না,
সে শুধু থাকবে একলা,
মনে থাকবে আপনার কথা।
কেবল আপনার।
আপনি শুধু নীরার মনেই না,
রয়েছেন আমারও মনে।
আমার ভাবনায়, লেখনীতে জাগ্রত আপনি।
আপনাকে ভোলা অসম্ভব।"

                                               ইতি
                                     আপনার পরম ভক্ত
                                         সায়ন পণ্ডিত

(02.05.23)