(আজ ২৩শে অক্টোবর, কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে
*সুনীল গঙ্গোপাধ্যায় আমার অন্যতম প্রিয় কবি সাহিত্যিক)
সুনীল আকাশ ঢাকে অন্ধকারে।
দুঃখের বান আসে সুনীল সাগরে।
কবিতা এখন স্তব্ধ সুনীল ছাড়া।
তবু কবিতা লেখা চলে, বহে প্রেমের ধারা।
সুনীল মোদের প্রেরণা।
সুনীল মোদের বেদনা।
সুনীল ভালবাসা দেন।
সুনীল ভালবাসা পান।
সুনীল মোদের ভালবাসা।
সুনীল প্রেমের ভাষা।
সুনীল জীবনমুখী।
আজও তার লেখা পড়ে থাকি।
(০৭.০৩.২০২৩)