(২০২০ সালের আজ ১৫ই নভেম্বর দিনে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। তাঁর স্মরণে লিখেছিলাম এই কবিতা।)
বাংলা সিনেমার জনপ্রিয় সৌমিত্রবাবু,
তিনি ছিলেন সাক্ষাৎ ফেলুদা।
ছিলেন তিনি মোদের প্রাণের মানুষ,
আবার পাঠ করতেন কবিতা।
কখনো অভিনয় করেছিলেন
“প্রথম কদম ফুল”,
কখনো “হীরক রাজার দেশে”,---
তাদের ভুলে যাওয়া ভুল।
কখনো “সোনার কেল্লা”,
কখনো “জয় বাবা ফেলুনাথ”,
কখনো “অপুর সংসার”,
কখনো “চারুলতা”।
এছাড়াও লিখতেন নাটক,
আঁকতেন কত ছবি,
লিখতেন কত কবিতা,
ছিলেন আন্ডার রেটেড কবি।
থাকবেন তিনি সবার মনে,
হবেন জনপ্রিয়।
প্রচারিত হবেন ফেলুদা হয়ে,
হয়ে থাকবেন স্মরণীয়।