এটা কি সঠিক বিচার হল?
সাঞ্জায় রাই একাই দোষী সাব্যস্ত।
সোমবার মৃত্যুদণ্ড-সাজা।
এই যে এতবড় ধর্ষণ,
একজনের দ্বারাই কি সম্ভব?
যতদূর মনে পড়ছে,
ঘটনার পরবর্তীকালে একটি রিপোর্টে দেখা গিয়েছিল—
তিলোত্তমার গলা টিপে, নাক চেপে ধরে
তাকে ধর্ষণ করা হয়েছিল।
একজনের দ্বারাই কি সম্ভব?
সাঞ্জায় ছাড়াও অন্য কেউ/কয়েকজন
দোষী সাব্যস্ত হতে পারে।
কিন্তু কে দোষী? সাঞ্জায়।
বাকিরা? অধরা।
বোঝাই যাচ্ছে—
তথ্যপ্রমাণ এমনভাবে লোপাট করা হয়েছিল,
যাতে অধরা জানোয়ারগুলোকে কেউ ধরতে না পারে।
সিবিআই ব্যর্থ।
সুপ্রিম কোর্ট ব্যর্থ।
শিয়ালদা আদালত ব্যর্থ।
মনে হচ্ছে, তিলোত্তমা সঠিক বিচার পেল না।
'আর জি কর' সঠিক বিচার পেল না।
সঠিক বিচারের বাণী নিভৃতে কাঁদে।
বিচার নিয়ে ঘোর সন্দেহ হয়।
(১৮/০১/২০২৫)
মালদা