মহীনের শেষ ঘোড়া
তাপস বাপি দাসের বাড়ির দেওয়ালে লেখা:
"সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে সিলিং ফ্যান"।
এই তীব্র গ্ৰীষ্মকালে সেই সিলিং ফ্যান
সারাদিন, সারারাত বনবন করে ঘোরে,
কিন্তু এতে ঠাণ্ডা হাওয়া পাওয়া যায় না মাঝে মাঝে
যতই সে রিঙ্গা রিঙ্গা রোসিস্ করুক না কেন।
এখন তো এসিই সম্বল, এসিই সমাধান, এসিই ভরসা।
সিলিং ফ্যানে ভরসা নেই। তার সম্মান নেই।
আর বেশিরভাগ মানুষ
ঘরের বাইরের সন্ধ্যায় খোলা হাওয়ায় যেতে চায় না।

সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে সূর্য
সকাল থেকে দুপুর শরীরে ঝরায় ঘাম,
পুড়িয়ে দেয় মনটাকে।
ফ্রিজে রাখা ঠাণ্ডা পানীয় ছাড়া আর কিছুই চাই না।
এর ওপর নির্ভরতা বেড়ে গেছে আজকাল যখন তখন।

কিন্তু
সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই মেঘ, নাই বৃষ্টির আভাস,
যাদের আমরা চাই,
যে বৃষ্টির জলে ভিজতে চাই কিন্তু পারি না
এবং যে পাগলা হাওয়া পেতে চায় মন।


(০৪/০৫/২৪)
কোন্নগর