"আমি জানি— সবাই সমান নয়। তাই
আমিও সবার মতো নাই বা হতে পারি।
আমি হতে পারি সবার চেয়ে আলাদা।
তবু কেন এ সমাজ আমায় অপমান করে?
সমাজের নিয়মটা ঠিক কী—
সবার চেয়ে আলাদা হওয়ার অধিকার কি নেই কারোর?
আমি নাই বা হতে পারি সবার মতো
বাউন্ডুলে, আড্ডাবাজ, প্রেমিক, মদখোর, গাঁজাখোর,
গুটকাখোর, বা অন্য কিছু।
আমি নাই বা করতে পারি প্রেম,
নাই বা গাইতে পারি প্রেমের গান।
আমি হতেই পারি ইন্ট্রোভার্ট, একলা।
আমি থাকতেই পারি সবার চেয়ে দূরে।
আমি হতেই পারি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত।
তবু কেন অপমান? কেন বদনাম?
আমি সবার চেয়ে আলাদা বলে?
তবে আমার কি বাঁচবার অধিকার নেই?
আমি কি অমানুষ? আমি কি এ সমাজের নই?
তবু বুক চিতিয়ে, বুক ফাটিয়ে বলি,
হাতের শিরা কেটে দিয়ে বলি—
আমি গর্বিত, আমি সবার চেয়ে আলাদা,
এক অন্যরকম মানুষ,
স্বাধীন মানুষ, স্বতন্ত্র মানুষ।
কেউ আমার ধারের কাছে ঘেষে না।"
(১২/০৪/২৪)