এই পাড়ার কুকুরগুলো
একে অপরের শত্রু,
অতিথিকে স্বাগত জানায় না।
শুধু তিরষ্কার করে,
দেয় তাড়িয়ে—
এমনটা মেনে নেওয়া যায় না।

শহর জুড়ে কুকুরগুলো
হয়ে যাচ্ছে শত্রু,
সহানুভূতি নেই কারোর।
এ ছলনা,
এ ভর্ৎসনা,
এ শত্রুতা বেড়ে যাচ্ছে আরো।

সবাই কি বন্ধু?
কেউ নেয় না খোঁজ
কার সাথে ঠিক কী হয়।
কেউ করে না
কারোর সাথে ইন্টারভিউ—
যেখানে সব কথা মন খুলে বলা যায়।

তাই দুঃখগুলো
মনে চেপে রেখে
জীবনকে মানিয়ে নিয়ে চলতে হয়।
কেউ না থাকুক,
কলম তুলে
কবিতায় খুঁজে নিতে হয় আশ্রয়।


(15/01/2025)
মালদা