এই বড়দিনের মরশুমে শহর জুড়ে আলো—
সারি সারি রং-বেরং, মুছে দেয় আঁধার কালো।

এই আলোয় খুঁজে পাই আমি পুরনো জীবন—
পুরোনো কিছু অভিজ্ঞতা জমিয়ে রাখে এই মন।

এই আলোয় ছড়িয়ে পড়ে দারুণ এক মহামারী—
যুবক-যুবতী প্রেম, শহুরে ব্যস্ততা আছে জারী।

আমি আর মা বেরিয়েছি এদিক থেকে ওদিক—
বুঝেছি শহর বদলায় না, শহর চলে ঠিক।

সুন্দর শীতে টু-লেয়ার পরে ঘুরে বেড়াই রাস্তায়
দিনরাত; গান মাইকে বাজলে মন জুড়ায়।

শহর আমায় জানায়— সে একইরকম আছে।
অল্প বৃষ্টি, অল্প ঠাণ্ডা— এভাবেই শহর বাঁচে।

আমি বলি— "আবার আসিব ফিরে" তোমার কাছে।

এভাবেই আমার স্বপ্ন, আমার প্রেম বাঁচে।।