পর্ব ১

উৎসবের মরশুম।---
তোমরা সবাই একে একে ঝরে পড়ো মাটিতে।
ছড়িয়ে পড়ে তোমাদের গন্ধ।
শিহরণ জাগায় তোমার সুগন্ধ।
পুরোনোকে বিদায় জানিয়ে
নতুন শরৎকে বরণ করি তোমাকে দিয়েই।
তোমাকে দিয়েই মায়ের পুজো করি।
নীল দিগন্ত থেকে তোমারই আনন্দের বৃষ্টি পড়ে।
তোমার আনন্দের বৃষ্টিতে,
অনাবিল শান্তি জাগানো সুগন্ধে
আনন্দের ভেলায় ভেসে বেড়াক
এই পৃথিবীর মানুষগুলো।


(২৭শে সেপ্টেম্বর ২০২১)
******************************
পর্ব ২

উৎসব শেষ।
মা গেছেন চলে।
      আবার আসবেন বছর পরে।
বছর বছর আসবেন আগমনী বার্তা নিয়ে।
আলো নিভছে।
মণ্ডপ প্রতিমাহীন।
কাশফুল যাচ্ছে শুকিয়ে।
কিন্তু এখনো রয়েছে সকালের শিউলি ফুল।
               রয়েছে সে ফুলের শান্তি দেওয়া গন্ধ।
এক গাদা শিউলি ঝরে পড়ে আছে মাটিতে।
কেউ তুলছে, কেউ তুলছে না।
ওদের খেলা বুঝি ফুরোবে শীতের কুয়াশায়।
ওরাও জানান দিচ্ছে —
পুজো আবার আসবে....
বছর বছর আসবে।
ওরা প্রতিজ্ঞাবদ্ধ —
ওরা শরতে, হেমন্তে, শীতে
বারবার ফুটবে, বারবার ঝরবে।


(২৫/১০/২৩)